সংবাদ কোলকাতা: সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা। এই ঘটনায় ওই সরকারি বাসের ৭-৮ জন যাত্রী জখম হয়েছেন। তারা এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ওই সরকারি বাসটি হাওড়া থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল। কিন্তু দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করার সময় বাসটি ডিভাইডারে ধাক্কা মারে এবং দুর্ঘটনাগ্রস্ত হয়।