সংবাদ কলকাতা: চা আর সিগারেট বাঙালির হৃদয়ে এক অনবদ্য জায়গা করে নিয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে, চা-এর দোকানে গিয়ে আর বলতে পারবেন না যে, দাদা একটা সিগারেট দিন তো। অবাক হলেন? কিন্তু এটাই সত্যি! কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কমিটি মনে করছে, এতে সিগারেট খাওয়া বা ধূমপানের প্রবণতা কিছুটা কমবে। অনেকেই দামের কারণে পুরো প্যাকেট কেনেন না।
কিন্তু, তাঁরা খুচরো সিগারেট কিনে নেশা করেন। সেই আসক্তি কাটাতেই এই ব্যবস্থা। খুচরো সিগারেট বিক্রি না হলে বহু মানুষই ধূমপান কমিয়ে দেবেন বলে ধারণা। নতুন ট্যাক্স আইনের কারণে ভারত সিগারেটের উপর ৫৩ শতাংশ, বিড়ির উপর ২২ শতাংশ এবং তামাকজাত অন্য দ্রব্যের উপর ৬০ শতাংশ জিএসটি বসাতে চলেছে। কিন্তু শুধুমাত্র কর বাড়িয়ে ধূমপানের প্রবণতা খুব বেশি কমানো যায়নি। তাই এই সিদ্ধান্ত। শুধু এই নয়, আগামী দিনে ভারত সরকার তামাকজাত দ্রব্যের ওপর ৭৫% জিএসটি বসাতে পারে। যাতে এর ওপর নিয়ন্ত্রণ আসে।