April 19, 2025
দেশ

দেড় ঘন্টা বাড়তে চলেছে শেয়ার বাজারের লেনদেনের সময়সীমা

মুম্বই: বাড়তে চলেছে দেশের শেয়ারের বাজারের লেনদেনের সময়সীমা। এবার থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জ-এর লেনদেনের সময়সীমা সকাল পৌনে ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করা হতে পারে। এখন শেয়ার বাজারে সকাল পৌনে ন’টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত লেনদেন হয়। এব্যাপারে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মতামত নিতে শুরু করেছে সেবি (সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)।

উল্লেখ্য, ২০১৮ সালে থেকে শেয়ার বাজারে লেনদেনের সময়সীমা বৃদ্ধি নিয়ে পরিকল্পনা করে আসছে সেবি। এই সময়সীমা বৃদ্ধির জন্য সেবি লেনদেনের পরীক্ষামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment