21 C
Kolkata
December 24, 2024
দেশ

দেশে ফিরছে মোঘল সেনাপতি আফজল খানকে হত্যায় ব্যবহৃত শিবাজির বাঘ-নখ

নতুন দিল্লি: জি-২০ সম্মেলনের সময়ে মিলল বিশেষ সুখবর। মারাঠা সিংহ ছত্রপতি শিবাজি চতুরতার সঙ্গে মোঘল সেনাপতি আফজল খানকে পরাস্ত করেছিলেন। সেজন্য তিনি যে ধারাল গোপন অস্ত্র ব্যবহার করেছিলেন, সেই বাঘ-নখ ইংল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। জানা গিয়েছে, শিবাজীর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক অস্ত্রটি খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। বর্তমানে সেটি রয়েছে ব্রিটেনের যাদুঘরে।

উল্লেখ্য, ঔপনিবেশিক ইংরেজরা ভারতে সাম্রাজ্য বিস্তার করার পর বহু মূল্যবান ও ঐতিহাসিক জিনিসপত্র ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল। বিভিন্নভাবে লুঠ করেছিল ভারতের ধন সম্পত্তি। শিল্পের কাঁচামাল থেকে বিভিন্ন অর্থকরী ফসল নিজেদের দেশে নিয়ে গিয়েছিল। এছাড়া কোহিনুর হীরা ও অন্যান্য নানা মূল্যবান সামগ্রী তারা নিজেদের দেশে নিয়ে যায়। বাদ যায়নি শিবাজির ‘বাঘ-নখ’ নামক এই অস্ত্রটিও। এবার সেই অস্ত্রটি দেশে ফেরানো হবে বলে জানিয়েছে ভারতের সংস্কৃতিমন্ত্রক।

গতকাল রাতে ভারতের সংস্কৃতি মন্ত্রক ট্যুইটার ওরফে এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ‘ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত থাকুন। ছত্রপতি শিবাজি মহারাজের বাঘ-নখ সেখানেই ফিরছে, যেখানে তাঁকে থাকা দরকার। বহুমূল্য ঐতিহাসিক বস্তুগুলিকে দেশে ফেরানো আমাদের কাছে বড় কূটনৈতিক জয়।’

Related posts

Leave a Comment