সংবাদ কলকাতা: চিন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে খবর আসছে ফের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার। ফলে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ভারত সরকার। তাই ভারতের বিমানবন্দরগুলিতে বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা টেস্টের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে আন্তর্জাতিক বিমানচলাচলে আপাতত কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।
দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভারতে আপাতত ওমিক্রনের বিএফ ৭ সাব ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিভিন্ন বিমানবন্দরে ফের ব়্যান্ডম স্যাম্পলিং শুরু হচ্ছে। চলবে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজও।
কেন্দ্রীয় পরিবার কল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রকের তরফে সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক আয়োজিত হয়। সেখানেই উদ্বেগ প্রকাশ করা হয় বিএফ সেভেন ভ্যারিয়েন্ট নিয়ে।
উল্লেখ্য, চিন ছাড়াও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেজন্য আগাম সতর্কতা অবলম্বন করছে ভারত সরকার ।