সংবাদ কলকাতা, ১৫ জানুয়ারি: শনিবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, মমতা ব্যানার্জির মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত রকম সম্ভাবনা আছে। এই মন্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিজেপির তরফে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘তৃণমূল নেত্রীর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই। দেশের প্রধানমন্ত্রী পদের জন্য আর ভ্যাকান্সি নেই’ বলে ট্যুইট করেন তিনি। 
তিনি আরও বলেন, শেষ দুবার দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে নির্বাচন করেছে। ২০২৪ সালেওমানুষ পুনরায় নরেন্দ্র মোদীর হাতেই দেশের দায়িত্বভার তুলে দেবেন। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে গণতন্ত্রে মন্তব্য করা থেকে কাউকে বাধা দেওয়া যায় না। কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা প্রশ্ন করা হয়; তবে কি মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই? এই প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র বলেন, সেই তালিকা অনেক লম্বা।
							previous post
						
						
					
							next post
						
						
					
