মেয়েরা আজকাল কোনোদিক থেকেই আর পিছিয়ে নেই। ব্যবসায়িক জগতেও তাঁদের অগ্রগতি আর নতুন কিছু নয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন তো ঢুকে পড়েছেন দেশের ধনীতমদের তালিকাতে। দেশের মহিলা ধনকুবেরদের মধ্যে সবার আগে সাবিত্রী জিন্দাল। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থান রেখা ঝুনঝুনওয়ালা। প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রীর রয়েছে প্রায় সাড়ে আটশো কোটি ডলার সম্পদ। ২০০ জন ভারতীয় সম্পদ বৃদ্ধির হাত ধরে এ বছর সারা বিশ্বে ধনকুবেরদের তালিকায় স্থান পেয়েছেন।