কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: বিশ্বমানবতার কল্যাণ কামনায়, দেশ মাতৃকার ও জাতির মঙ্গলাথে পাঁচুপুর সাবজনীন কালীমাতা আটচালা প্রাঙ্গনে । গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে নওগাঁর আত্রাই পাঁচুপুর রাধা গোবিন্দ দেব ঠাকুর মন্দিরের ভক্তদের আয়োজনে ছয় দিন ব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার ছয় দিন ব্যাপী এক ধমীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন পাঁচুপুর সার্জনীন কালীমাতা মন্দির ভক্তবৃন্দ। বৃহস্পতিবার মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস এবং শুক্র, শনিবার, ও রবিবার বিরতিহীন চব্বিশ প্রহর(( বাহাত্তর ঘন্টা) মহানাম জ্ঞানুষ্ঠান পরিবেশিত হয়।
গোপালগঞ্জ মা বাসনা সম্প্রদায়, সাতক্ষীরা শান্তি নিকেতন, খুলনা শ্রী শ্রী বৃন্দাবন সম্প্রদায়, নীলফামারী সোনার গৌর সুদর্শন সম্প্রদায়, নাটোর পাইকোরদল আদি নিত্যানন্দন সম্প্রদায় মহানাম সুধা পরিবেশন করেন। মঙ্গলবার কুঞ্জভঙ্গ দধি মঙ্গলের মধ্য দিয়ে শেষ হয় ছয় দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাইয়ে চব্বিশ প্রহর মহানাম যঞ্জানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বাবু অঞ্জয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ শ্যামল পাল, সদস্য ডা: বিভাষ সানী, আত্রাই হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী বিথীন্দ্র নাথ সাহা, দর্শনাথী লাবনী পাল প্রমুখ।