23 C
Kolkata
December 23, 2024
দেশ

দেশের অমৃতকালেই রেকর্ড সংখ্যক মানুষের ভারতীয় নাগরিকত্ব ত্যাগ

নতুন দিল্লি: ২০২২ সালেই রেকর্ড সংখ্যক মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করলেন। ২০১১ থেকে ২০২২ এর মধ্যে প্রায় ১৬ লক্ষ মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন। তার মধ্যে ২০২২ সালেই প্রায় ২ লক্ষ ২৬ হাজার মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন। যা এযাবৎ কালের সর্বোচ্চ রেকর্ড। ২০২০ সালে নাগরিকত্ব ত্যাগ করেছে সবচেয়ে কম, প্রায় ৮৫ হাজার। অবশ্য এই সময় বৈশ্বিক মহামারির জন্যই এই পরিসংখ্যান কমেছে বলে মনে করছে বিষেশজ্ঞ মহল।

রাজ্যসভায় এস জয়শঙ্করের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের নাগরিকত্ব ছেড়েছেন প্রায় ১৬ লক্ষ মানুষ। যা রীতিমতো উদ্বেগের বিষয়। যেখানে কেন্দ্রের মোদী সরকার দেশের ‘অমৃতকাল’ বলে ঘোষণা করেছে বর্তমান সময়কে। এবং দেশকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার জন্য সময়সীমা বেধে দিয়েছে ২০৪৭ সাল। তারই মধ্যে এহেন উদ্বেগজনক ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে দেশের শাসক দলের কপালে।

সূত্রের খবর, ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে বিশ্বের মোট ১৩৫ টি দেশে আশ্রয় নিয়েছে মানুষ।

Related posts

Leave a Comment