নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর: টিভি চ্যানেলগুলিকে অপরাধীদের আত্মপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। এই ব্যাপারে দেশের সমস্ত টিভি চ্যানেলগুলিকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলের কোনও অনুষ্ঠানে সন্ত্রাসবাদী বা অপরাধীদের ডাকা যাবে না। এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
গতকাল বৃহস্পতিবার এব্যাপারে এক বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, যেসব টিভি চ্যানেলগুলি কেবল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) আইন মেনে চলছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের প্রতিটি টিভি চ্যানেলকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) আইন মেনে চলতে হবে। তা নাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে ভারতে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে ডাকা হয়েছিল। যার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিদেশে বলে ওই ব্যক্তি পার পেয়ে যায়। সেখানে সে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পায়। সেই চ্যানেলে ওই ব্যক্তি এমন সব মন্তব্য করেছে, যা দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও অন্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষতি হয়।
previous post
next post