21 C
Kolkata
December 25, 2024
বিদেশ

দেশবাসীর নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন দিনমজুর তোফায়েল হোসেন

বিল্লাল হুসাইন, যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামের একান্ত খেঠে খাওয়া দিনমজুর তোফায়েল হোসেন (৫৫) পিতা মৃতঃ সামসুল হক। গ্রাম উজ্জলপুর পোষ্ট দিগদানা ঝিকরগাছা যশোর। তোফায়েল হোসেন গত ২২শে জানুয়ারী ২০২৩ ইংরেজি বাঁশবাহী আলমসাধুর সাথে ইজিবাইক যাত্রী তোফায়েল হোসেনের মারাত্মক ভাবে এক্সিডেন্ড হয়। তোফায়েল হোসেন ইজিবাইকের যাত্রীছিলেন। বাঁকড়া ভায়া ঝাপা রাস্তার মাঝখানে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় তোফায়েল হোসেনের পায়ে মারাত্মক ভাবে আঘাত লাগে যার ডান পা চার জায়গা হতে ভেঙ্গে যায়,এখন তোফায়েল হোসেনের চিকিৎসার জন্য ১০-১২ লক্ষ টাকার প্রয়োজন।যেটা তার পক্ষে খরচ করা সম্ভব নয় তাই সে সমাজের সর্বস্তরের মানুষের নিকট আর্থিক সাহায্য চচেয়েছেন। তোফায়েল হোসেনের পাঁচ কন্যা, তার কোন পুত্র সন্তান নাই। সে…ই একমাত্র পরিবারের দিনমজুর উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার তেমন কোন জমি যায়গা,অর্থ সম্পদ, টাকা পয়সা নাই, সে বর্তমানে অনেকটা মৃত্যু যন্ত্রণা নিয়ে ছটফট করছে, যার অর্থাভাবে ভাল চিকিৎসা নিতে পারছেন না। তাই দেশে ও দেশের বাহিরে সমাজের দয়ালু,স্বহৃদয়বান যারা, তাদের স্মরণাপন্ন হয়ে আর্থক সাহায্য চাচ্ছেন। যাতে করে সে ভাল চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে। সরাসরি তোফায়েল হোসেনের সাথে কথা বলে কেউ সহযোগিতা করতে চাইলে এই ব্যাংক একাউন্টে অর্থ পাঠাতে পারেন।
কথা বলতে চাইলে মোবাইল নাম্বার 01759710554 তোফায়েল হোসেনের পরিবার, একাউন্ট নাম্বার ২০৫০৭৭৭০২৪৯৯০৯৪০৬ (সুপিয়া বেগম) ইসলামী ব্যাংক বাংলাদেশ। (এজেন্ট) বাঁকড়া বাজার,ঝিকরগাছা -যশোর।

Related posts

Leave a Comment