মুম্বই: লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর দেশজুড়ে বাড়ছে লোকসভা ভোটের পারদ। সেইসঙ্গে মোদী হাওয়াও বাড়ছে দিনকে দিন। সম্প্রতি ভোট কুশলী প্রশান্ত কিশোরের মন্তব্যের পর বিজেপির পালে আরও হাওয়া লেগেছে। ফলে ভোটের ভরা মরশুমে উত্তাপ বাড়ছে শেয়ার বাজারে।
মঙ্গলবার দিনের একটা সময় বম্বে স্টক(বিএসই) এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭৫ হাজারের গণ্ডি পার করে। যা রেকর্ড। এই গতি কোথায় গিয়ে থামবে, তা কেউ জানে না। এই নিয়ে যখন দালাল স্ট্রিট সরগরম, তখন হঠাৎ ছন্দ পতন ঘটল সেনসেক্সে। ফের নামতে শুরু করেছে শেয়ার বাজারের সূচক। সেনসেক্স ৫৮.৮০ পয়েন্ট পড়ে ৭৪ হাজার ৬৩৮ পয়েন্টে স্থির হয়। অবশেষে এই পতনের হার ০.০৮ শতাংশে গিয়ে দাঁড়ায়।
প্রতিযোগিতায় পিছিয়ে নেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও। হু হু করে বাড়তে থাকে এনএসই সূচক নিফটি। ১০২ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৭৬৮ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। যা রেকর্ড। তবে এই নজির বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। দিনের একটা সময় ০.১০ পয়েন্ট পড়ে যায় নিফটি। অবশেষে ২২ হাজার ৬৪২ পয়েন্টে থামে এনএসই-র সূচক।
এদিকে আন্তর্জাতিক বাজারেও শেয়ার দর যথেষ্ট উর্দ্ধমুখী। এশিয়ার বাজারগুলির মধ্যে সাংহাই, টোকিও, হংকংয়ে তেজিভাব রয়েছে। যদিও ইউরোপের শেয়ার বাজার দর তুলনায় যথেষ্ট নিম্নমুখী।