32 C
Kolkata
April 19, 2025
Featured

দেবী চৌধুরানীর আমলে মা ঠুনঠুনি, এখন বন দুর্গারূপে পূজিত

সংবাদ কলকাতা: প্রত্যেক বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে বনদুর্গা পূজার আয়োজন করা হয় ফুলবাড়ী ডাবগ্রাম বিধানসভার বৈকুন্ঠপুর জঙ্গলে। প্রতি বছরের মতো এই বছরও মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। আগামী ৬ই জানুয়ারি বনদুর্গা পুজো। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। পুজো দেখতে দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিম, আসাম এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও অনেক ভক্তই এসে থাকেন। এই বনদুর্গা পুজোর বিশেষ খ্যাতি রয়েছে।

ইতিহাসে কথিত রয়েছে, দেবী চৌধুরানীর আমল থেকে এই বনদুর্গা পুজো হয়ে থাকে। যেখানে এখন দেবীর মন্দির রয়েছে, সেই জায়গাটির নাম চাঁদের খাল। নৌকো করে করতোয়া নদী পেরিয়ে আসতেন দেবী চৌধুরানী। বৃটিশদের থেকে বাঁচবার জন্য এখানে গোপন আস্তানা ছিল দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের। দেবী চৌধুরানী ও ভবানী পাঠক এই পুজোর সূচনা করেন। সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে এই পুজো। দেবী চৌধুরানীর আমলে মা ঠুনঠুনি রূপে পূজিত হতেন। আর এখন বনদুর্গা রূপে পূজিত হন।

Related posts

Leave a Comment