April 15, 2025
জেলা

দেনার দায়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

symbolice images

বারুইপুর: দেনার দায়ে সংসারিক অশান্তির জেরে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম দুখে পাল(৪৩)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর  থানার অন্তর্গত বারুইপুর দক্ষিণ কালাবরু অঞ্চলে।

পরিবারের সূত্রে খবর, দুখে পাল রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করত। সেই সঙ্গে মদ্যপানও করত। বাজারে অনেক দেনা হওয়ার জন্য প্রায় সময় তাঁর স্ত্রীর সঙ্গে অশান্তি লেগে থাকত। শনিবার সন্ধ্যায় দুখে পালের স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। তাঁর স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।

সঙ্গে সঙ্গে আশেপাশের লোক জানতে পারলে বারুইপুর থানায় খবর দেওয়া হয়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুখে পালকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ রবিবার তাঁর দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।

Related posts

Leave a Comment