মালদহ: পাকুয়াহাট এলাকার অন্তর্গত পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ এলাকার মানুষের। বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে পাকুয়াহাট উপ-ডাকঘর। সাধারন মানুষের অভিযোগ, পোস্টমাস্টার নিয়মিত সময়ে পোস্ট অফিস খোলেন না। শুধু তাই নয়, পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা বন্ধ রাখা হয়েছে দীর্ঘ দিন ধরে। সাধারন মানুষ বিভিন্ন কাজে এলে কাজ হছে না বলে জানানো হচ্ছে। এমনই অভিযোগ গ্রাহকদের। কাজ বন্ধ রাখার পোস্টার লাগানো রয়েছে পোস্ট অফিসের দেওয়ালে। এই গরমে অনেক দূর থেকে সাধারণ মানুষ পোস্ট অফিসে আসছেন জরুরি কাজে। কিন্তু কাজ সম্পন্ন না করে বারবার ফিরে যেতে হচ্ছে। কখনও বলা হচ্ছে, পোস্ট অফিসে কোনও কাজ হচ্ছে না। আবার কখনও বলা হচ্ছে কম্পিউটার খারাপ আছে। কখনও আবার বলা হচ্ছে, সার্ভার ডাউন রয়েছে। এই ধরনের বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে পোস্টমাস্টারের তরফ থেকে। এই বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ভ্রূক্ষেপ নেই। তাদের তরফ থেকে বলা হচ্ছে, লিখিত অভিযোগ করুন। এই নিয়ে পাকুয়াহাট পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ। এই বিষয়ে পোস্টমাস্টার বাদল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সার্ভার ডাউন এবং কম্পিউটার খারাপ। সেজন্য বিভিন্ন কাজ বেশ কিছুদিন বন্ধ হয়েছিল। এখন সব কাজ হচ্ছে। এছাড়াও কম্পিউটার মালদায় পাঠানো হয়েছে। বিভিন্নভাবে অভিযোগগুলিকে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কাজকর্ম ঠিকঠাকই রয়েছে। কিছু সমস্যার জন্য এই কাজ মাঝে মধ্যে বন্ধ হয়ে পড়ছিল। এখন সব স্বাভাবিক আছে ।
previous post
next post