21 C
Kolkata
December 24, 2024
দেশ

দু’হাজার টাকার নোট বদলানো ,দেশজুড়ে রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি অফিসে

এখনও সাধারণ মানুষের জন্য চালু আছে দু’হাজার টাকার নোট বদলানো বা জমা করার সুবিধা। সারা দেশ জুড়ে রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি অফিসে ওই টাকা জপমা করার ব্যবস্থা আছে। এই তালিকায় আছে কলকাতা। আরবিআই জানিয়েছে , আগামী ১ এপ্রিল, সোমবার অবশ্য এই পরিষেবা চালু থাকবে না। তারা জানিয়েছে ওইদিন নোট বদলানোর পরিষেবা মিলবেনা কারণ সেদিন অর্থবর্ষ শেষের কাজ চালু থাকবে। তবে নোট বদলানোর পরিষেবাটি পরদিন মঙ্গলবার থেকে ফের চালু হবে।

Related posts

Leave a Comment