সংবাদ কলকাতা: ১ কোটি ৪০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে তৃণমূলের টিকিট। এমন বিস্ফোরক অভিযোগ তুলে জল্পনা বাড়িয়ে দিলেন পূর্ব বর্ধমানের মেমারির সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা। শনিবার মেমারির এক সভা থেকে এ তৃণমূলের এক কাউন্সিলর ও এক নেতার বিরুদ্ধে এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এই নেতা। ফারুকের বক্তব্য রাখার সময় মঞ্চে উপস্থিত ছিলেন মেমারি শহরের সভাপতি স্বপন ঘোষাল সহ আরও অনেকে।
বক্তব্য রাখতে গিয়ে ফারুক এক কাউন্সিলরকে নাম না করে কটাক্ষ করে বলেন ‘ক্লাস টু পাশ করে কাউন্সিলর হয়েছ। নাম লিখতে কলম ভাঙে। ১ কোটি ৪০ লক্ষ টাকায় টিকিট কিনেছো। তোমার নেতাও ১ কোটি ৪০ লক্ষ টাকায় টিকিট কিনেছে’। এরপর পার্থ ও অনুব্রতকে উদাহরণ হিসাবে তুলে এনে দুর্নীতির চরম পরিণতি কী হতে পারে, তা বুঝিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য শুনে মঞ্চে উপস্থিত তৃণমূল নেতারাও হাত তালি দেন। যদিও স্বপন ঘোষাল বলেন, ফারুক যখন বক্তব্য রাখতে উঠেছিল তখন আমি স্টেজে ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি নেমে যায়। তবে ফারুক যে বিষয়ে বক্তব্য রেখেছে সেটা আমিও শুনেছি। যদিও ফারুকের এই বক্তব্য বিরোধীদের অভিযোগের উপরেই যে সিলমোহর দিল তা বলার অপেক্ষা রাখে না।
