নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অসুস্থ অবস্থায় দুর্দান্ত পারফরম্যান্স ডোনা গঙ্গোপাধ্যায়ের। সেজন্য ও তাঁর ট্রুপকে বিশেষ সম্মান দিতে চলেছে রাজ্য সরকার।
প্রসঙ্গত পুজোপার্বনের সঙ্গে কেটেছে গঙ্গোপাধ্যায় পরিবারের। পুজোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন ডোনা গাঙ্গুলি। চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তিনি। রীতিমতো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ডোনা। শনিবার ছিল কার্নিভাল উপলক্ষে অনুষ্ঠান। রীতিমতো অনুষ্ঠানে অংশগ্রহণ করে দুর্দান্ত পারফরম্যান্স করেন ডোনা ও তাঁর নাচের ট্রুপ। অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে ও তাঁর ট্রূপকে বিশেষ পুরষ্কার দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
previous post
next post