সুভাষ পাল, বারাসত: পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। গতকাল রাতে হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, এদিন হাবড়ার বাণীপুরের লোক সংস্কৃতি মেলার অনুষ্ঠান থেকে দেগঙ্গা হয়ে ফিরছিলেন তিনি। পথে টাকি রোডে ওঠার আগে নূরনগর এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটে পথ দুর্ঘটনা। মন্ত্রীর কনভয়ের মাঝে একটি ট্রাক ঢুকে পড়ে। ১০ চাকার ট্রাকটি তাঁর গাড়িতে প্রবল জোরে ধাক্কা মারে। তখন গাড়িতে প্রবল ঝাঁকুনি অনুভব করেন বনমন্ত্রী। ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়ির পিছনের অংশ।
ঘটনাস্থলেই তাঁর কনভয় থামিয়ে দেওয়া হয়। কিন্তু, ট্রাকের গতি কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি কোনও চোট, আঘাত পাননি বলে জানা গিয়েছে। গতকালই অক্ষত অবস্থায় সল্টলেকের বাড়িতে ফিরে যান তিনি। ওই ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘ট্রাকটি কনভয়ে ঢুকে গাড়ির পিছনে ধাক্কা মারে। ফলে একটা তীব্র ঝাঁকুনি হয়। আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমার কিছু হয়নি।’