মুম্বই, ১৫ মে: আজ, সোমবার ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা পথ দুর্ঘটনার কবলে পড়লেন। করিমনগরে হিন্দু একতা যাত্রায় অংশগ্রহণ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুজনেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েন তাঁদের ভক্তরা। প্রচুর মেসেজ আসতে শুরু করে। তবে চোট গুরুতর নয় বলে জানিয়েছেন অভিনেত্রী আদা শর্মা। তাঁরা দুজনেই ভালো আছেন বলে সোশ্যাল মিডিয়াতে ট্যুইট করেছেন। ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে এই সিনেমার বাণিজ্যিক সাফল্য ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে ।
