দুর্গাপুর: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ফের দুর্ঘটনা। ৫ শ্রমিককে এবার বিষাক্ত গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল। এই দুর্ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে। জানা গিয়েছে, হঠাৎ করেই প্ল্যান্টের একটি ব্লাস্ট ফারনেস থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। সেই সময় কারখানার ভিতরে অসংখ্য শ্রমিকরা কর্মে নিযুক্ত ছিলেন। গ্যাস বেরোচ্ছে বুঝতে পেরে অনেকে নিরাপদে সরে গেলেও কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। এই বিষাক্ত গ্যাস তাদের শরীরে প্রবেশ করে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদে দুজন শ্রমিক ছিল স্থায়ী বাকি আর তিনজন অস্থায়ী শ্রমিক বলে খবর। ডিএসপি মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের সকলকে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, ডিএসপিতে বিষাক্ত গ্যাস লিক প্রথম নয়। ২ বছর আগেও কারখানায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৩ জন শ্রমিকের। এরকম ঘটনা বারবার হওয়ার কারনে কারখানায় শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
previous post
next post