April 12, 2025
রাজ্য

দুর্গাপুরে মদ্যপ অবস্থায় আটক পুলকার চালক

সংকল্প দে, বীরভূম : মদ্যপ অবস্থায় আটক‌ পুলকার চালক। অল্পের জন্য রক্ষা পেল খুদে পড়ুয়ারা। বুধবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর এলাকার বাসিন্দারা। পুলকার অ্যাসোসিয়েশন এর তৎপরতায় ওই মদ্যপ গাড়ি চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনা বুধবার সকালে দুর্গাপুরের ফুলজোড় এলাকার একটি বেসরকারি স্কুলের। করঙ্গ পাড়ার বাসিন্দা এক গাড়িচালক পড়ুয়াদের নিয়ে স্কুলে আসেন পুলকার চালিয়ে। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলকার এসোসিয়েশনের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে ও ট্রাফিক পুলিশকে খবর দেয়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এসে তাকে পরীক্ষা করে মদ্যপ অবস্থায় পায়। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়। পুলিশ ওই মদ্যপ চালককে আটক করেছে।

Related posts

Leave a Comment