37 C
Kolkata
April 6, 2025
জেলা

দুর্গাপুরে হোমে যুবককে পিটিয়ে মারার অভিযোগ

দুর্গাপুর: এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ হোমের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে দুর্গাপুরের সিটি সেন্টারে। আজ শনিবার সকালে ওই যুবকের পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে। মৃত যুবকের নাম সুমিত দাস। তাঁর বয়স হয়েছিল ২৬ বছর। মৃতের মামার অভিযোগ, ওই হোমে ঠিকমত খাওয়া দাওয়া দিত না। মারধর করত। গত মাস তিনেক পরিবারের সাথে দেখা করতে দিত না হোম কর্তৃপক্ষ। এমনই অভিযোগ।গুরুতর অসুস্থ হওয়ায় শুক্রবার রাতে হোম থেকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত সুমিত সুভাষপল্লীর বাসিন্দা। স্বভাবতই এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। উক্ত হোমের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে পরিবার সূত্রের খবর।

Related posts

Leave a Comment