দুর্গাপুর, ২৭ মে : দুর্গাপুরে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের তিন জনের। মৃতদের নাম মঙ্গল সোরেন , সুমি সোরেন ও সুকুমনি সোরেন। মৃতেরা সম্পর্কে ভাই ও বোন। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের আসবাবপত্র। আজ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহায়। এখানকার লস্করবাধের আদিবাসী পাড়ায় এই মৃত্যুর ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
previous post