19 C
Kolkata
December 23, 2024
জেলা

দুবরাজপুর চুরির অভিযোগে গ্রেপ্তার গ্রেপ্তার ২, উদ্ধার টাকা ও সোনার গহনা

প্রিয়াশ্রী খাঙ্গার, সংকল্প দে, ৫ ডিসেম্বর: রাহুল কাজী ও সেখ রকিবুল নামে দুই দুষ্কৃতীকে দুবরাজপুরের মানসায়ের গ্রাউন্ড থেকে শনিবার গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার গহনা ও ১০ হাজার টাকা সহ একটি মোবাইল। তাঁদেরকে দুবরাজপুর আদালতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। কিন্তু, বিচারক তাদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল দুবরাজপুর থানার বালিজুরি পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে তালা ভেঙ্গে সোনার গহনা সহ টাকা চুরি করে দুষ্কৃতীরা। তিনি দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও তিনি দুবরাজপুর সিআই অফিসে হোম গার্ড পদে কর্মরত। দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে দুবরাজপুরের মানসাইয়ের গ্রাউন্ড থেকে সেখ রকিবুল ও রাহুল কাজীকে গ্রেপ্তার করে। তারপর পুলিশ হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের বাড়ি ইসলামপুরের বনকাটিপাড়া থেকে ঐ সোনার গহনা ও ১০ হাজার টাকা উদ্ধার করে।

Related posts

Leave a Comment