প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, বীরভূম: কালীপুজোর সময় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধভাবে বিক্রি হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। সেই সময় দুবরাজপুর থানার পুলিশও অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রি হওয়া আনুমানিক ৪৫ কেজি শব্দ বাজি বাজেয়াপ্ত করে।
সেই সমস্ত শব্দবাজি দুবরাজপুরের নিরাময়ের কাছে একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়।বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম্ব স্কোয়াডের টিমকে খবর দেওয়া হয়েছিল। সেজন্য আজ বিকালে বম্ব স্কোয়াডের টিম এসে সেগুলি নিষ্ক্রিয় করে। এদিন উপস্থিত ছিলেন ডি এসপি হেডকোয়ার্টার মোহতাসিম আখতার, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মী ও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং দমকলের কর্মীরা।