প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, বীরভূম: দুবরাজপুরে একটি ইট ভাটা থেকে প্রায় ২০ টন কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার বালিজুড়ি পঞ্চায়েতের বনবুন্দরা গ্রামে। এই ঘটনার পর ইট ভাটার মালিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
previous post