সিউড়ি: বুধবার সকালে সেখানে দুবরাজপুরের আদিবাসী গ্রামে প্রচুর চোলাই মদ উদ্ধার। সেই মদ উদ্ধারের পর সেগুলি নষ্ট করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালায় দুবরাজপুর থানার পুলিশ ও আবগারি দপ্তর। সেখানে ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। এছাড়া মদ তৈরির বেশ কিছু কাঁচা মাল উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় ৩০০ লিটার গুড় জল। সেগুলিকে বাজেয়াপ্ত করে প্রশাসন। এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম জলধর বাউড়ি ও সুদান হাঁসদা। জলধর কড়করি এলাকার বাসিন্দা। সুদানের বাড়ি সদাইপুরের আগরডাঙায়। তাদেরকে এদিন দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
প্রতীকী চিত্র
previous post