দুবরাজপুর: শিবঠাকুর মণ্ডলের খুনের চেষ্টার অভিযোগে মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ফলে ফের তাঁর দিল্লি যাত্রার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার দুই হাজার টাকার বন্ডে জামিন দিল দুবরাজপুর আদালত। আগামী ৯ জানুয়ারি এই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে।
মঙ্গলবার সরকার পক্ষের আইনজীবী আদালতে বলেন, ‘অনুব্রত তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাচ্ছি। কারণ শিবঠাকুর মণ্ডল অভিযোগপত্রে যে দাবি করেছেন, তাতে অনুব্রত তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। সেদিন একজন নিরাপত্তা কর্মী ছিল। সেই নিরাপত্তা কর্মী কে? এসব জানার বিষয় রয়েছে।’
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার দুবরাজপুরের আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে। এদিন সরকারি আইনজীবীদের আপত্তি এড়িয়েই অনুব্রতকে জামিন দেন বিচারক। এরপর দুর্গাপুর কমিশনারেটের একটি গাড়ি এসে অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে নিয়ে যায়।
তাঁর বিরুদ্ধে চলা একাধিক অভিযোগের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু, মাঝপথে শিব ঠাকুর মন্ডলের খুনের চেষ্টার অভিযোগের মাধ্যমে সেই সম্ভাবনাকে ঘুরিয়ে দেওয়ার জল্পনা তৈরি হয়। রাজনৈতিক মহলের ধারণা হয়, কেষ্টর দিল্লি যাত্রা আটকাতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। যাতে তাঁকে কেন্দ্রীয় এজেন্সি দিল্লিতে নিয়ে যেতে না পারে। কিন্তু, মঙ্গলবার শিব ঠাকুর মন্ডলের দায়ের করা মামলায় জামিন মিলতেই ফের দিল্লি যাত্রার সম্ভাবনা প্রবল হয়েছে।