34.1 C
Kolkata
May 15, 2025
Featured

দুটো কিডনিই নষ্ট হয়ে যাওয়া ২২ বছরের যুবককে বাঁচানোর কাতর আবেদন জানালেন বাবা মা

পারুল খামারিয়া

ভুবনেশ্বর, ১৫ ই মে। চন্দ্র কান্ত মিদ্যা, পিতা -নিশিকান্ত মিদ্যা, ২২ বছরের এক যুবকের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে ভুবনেশ্বর AIIMS হাসপাতালে ICU বিভাগের ২১ নম্বর বেডে ভর্তি আছে। এই যুবকে বাঁচানোর জন্য তার বাবা নিশিকান্ত মিদ্যা ও তার মা টুকুরাণী মিদ্যা জনগণের কাছে কাতর আবেদন করছেন।

ইতিপূর্বে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাম পায়ের গোড়ালিতে বোন ম্যারো ক্যন্সারে আক্রান্ত হয়েছিল। তারপর চিকিৎসা ক’রে সুস্থ হয়ে যায় ২০২৩ সালের শেষ দিকে। সেই চিকিৎসার অর্থ ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি অন্যান্য সহৃদয় ব্যক্তিরাও এর চিকিৎসার জন্য সাহায্য করেছিলেন। এবারেও ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর পক্ষ থেকে মিলন খামারিয়া, ড. কল্যাণ চক্রবর্তী, অজিত পাল, অরিন্দম রায়, রূপালী বর্মণ প্রমুখ ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন যুবকের চিকিৎসার জন্য।

বর্তমানে চন্দ্র কান্ত মিদ্যার দুটো কিডনি খারাপ হওয়ার কারণে AIIMS হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রথমে কাকদ্বীপ গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিল। সেখানে সুচিকিৎসা না হবার কারণে কুলপি মা দুর্গা নার্সিংহোমে ভর্তি হয়েছিল। সেখানও যথাযথ চিকিৎসা না হওয়ায় তারপর কলকাতার সেন্টাল মেট্রো স্টেশনের কাছাকাছি Islamia hospital -এ ভর্তি করা হয়। কিন্তু সুচিকিৎসা না হওয়ায় তাকে বাধ্য হয়ে ভুবনেশ্বর AIIMS হাসপাতালে ভর্তি করা করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
রোগীর বাড়ির ঠিকানা – গ্রাম ও পোস্ট অফিস – সাপ খালি, থানা – সাগর, জেলা -দক্ষিণ ২৪ পরগণা, পিন- ৭৪৩৩৭৩,পশ্চিমবঙ্গ।

এই যুবকের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন তার পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য করতে পারেন। পাশাপাশি কিডনি দান করতে পারেন। নতুন কিডনি ছাড়া এই যুবককে বাঁচানো যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কিডনির ব্যবস্থা করতে বলেছেন।

যুবকের রক্তের গ্রুপ: B+

যুবকের ব্যাঙ্ক একাউন্টে তথ্য নীচে দেওয়া হল :

Name- Chandra Kanta Midya
A/C No.- 43754035049
IFSC No.- SBIN0006481
MICR No.-700002575
Or
Phone pay number
Chandan Kumar Midya(দাদা) -82934 13083

যুবকের সাথে যোগাযোগ করার জন্য চন্দন কুমার মিদ্যার,তার বড়ো দাদার সাথে যোগাযোগ করুন।যোগাযোগ নম্বর -(M) 82934 13083

Related posts

Leave a Comment