October 31, 2025
রাজ্য

দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, মালদহ এসপি অফিসে বিক্ষোভ খগেন মুর্মুর

মালদহ, ২৩ জুলাই: পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাস এবং রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতন। মালদার বামনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর। প্রতিবাদে মালদার এসপি অফিসে কাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মুর নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীরা। এই বিক্ষোভ কাল থেকে শুরু হয়েছে। আজও তা অব্যাহত। কিন্তু, এখনও অবধি এসপির দেখা নেই। আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন এক বিজেপি কর্মী। প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিধায়ক অগ্নিমিত্রা পল সহ আরও অনেকে। কান্নায় ভেঙে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মমতা সরকারের আমলে বাংলায় এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

Related posts

Leave a Comment