সংবাদ কলকাতা: শনিবার রাতে আরজিকর মেল হোস্টেলে উত্তেজনা। দুই ছাত্রের ওপর আক্রমণ করল তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন ডাক্তারি পড়ুয়া। দুই ইন্টার্ন চন্দ্রমৌলি ঝাঁ ও মৈনাক রায়ের সঙ্গে তাঁদের বচসা বাধে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই দুই ইন্টার্ন সম্প্রতি ইন্টার্নশিপের সাত মাস পরেও সার্টিফিকেট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে দ্বন্দ্ব তৈরি হয় তৃণমূল সমর্থিত পড়ুয়াদের সঙ্গে। যার ফলে এদিন আর জি কর হোস্টেলে উত্তেজনা ছড়ায়।
previous post
next post
