25 C
Kolkata
November 2, 2025
জেলা

দুঃস্থদের পাশে থেকে শীতবস্ত্র প্রদান করলেন খয়রাশোলের স্বামীজী

বিশেষ সংবাদদাতা, খয়রাশোল: আপনি আচরি ধর্ম অপরে শেখায়। নিজে না আচরিলে অপরে শেখানো যায় না। ইচ্ছে থাকলে উপায় হয়। প্রবাদ বাক্যটি কতটা সত্য আজকের দিনে সেটা করে দেখালেন বীরভূম জেলার খয়রাশোলের সাধন সঙ্ঘ আশ্রমের স্বামীজী অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী। আজ শুভ দীপাবলী আলোর উৎসব। সামনে শীতকাল। গরিব মানুষ বা দুঃস্থদের কথা ভেবে এদিন খয়রাশোল এলাকার প্রায় ৫০ জন দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন স্বামীজি। স্বামী অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী সমাজের সকলস্তরের মানুষদের বলেন, আপনারা সকলে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন।শীতের মরশুমে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি দুঃস্থরা।

উপস্থিত ছিলেন স্বামী অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী, শিক্ষক বাপী দত্ত, সমাজসেবী আস্তিক ঘোষ, প্রভাত বাউরী, সমাজসেবিকা রূপালী মাতাজী, ববি ঘোষ সহ বিশিষ্টজন ও দুঃস্থরা।

Related posts

Leave a Comment