নতুন দিল্লি: গুজরাটের গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুককে জামিন দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুকের জামিনের আবেদন মঞ্জুর করল। যাবজ্জীবন সাজার বিরুদ্ধে তার আবেদন ২০১৮ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
যদিও জামিনের বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘এটি ছিল সবচেয়ে জঘন্য অপরাধের একটি। মানুষকে ট্রেনের বগিতে বন্দী করে ৫৯ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল।’
প্রসঙ্গত, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় অগ্নিসংযোগ ঘটানো হয়েছিল। ওই কামরায় ছিলেন করসেবকরা। ঘটনায় ৫৯ জন মারা গিয়েছিলেন। তারপরই গুজরাট জুড়ে দাঙ্গা বাঁধে। আর সেই দাঙ্গার বলি হয়েছিলেন ১০০০ জনেরও বেশি।
গোধরাকাণ্ড পরবর্তী মামলায় প্রায় ৯ বছর পর ৩১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১১ সালে বিশেষ তদন্ত টিম ‘এসআইটি’ আদালত ১১ জন দোষীকে মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে ২০১৭ সালের অক্টোবরে গুজরাট হাইকোর্ট ১১ জন আসামির মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করে। ফারুক ছিল তাদের মধ্যে অন্যতম একজন।