অপর্ণা সেন: দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান ‘পাঠান’ ছবি নিয়ে ৫ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন। যেটা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। এই ছবিতে দীপিকা, শাহরুখ, ছাড়াও আছেন জন আব্রাহাম। ‘পাঠান’ ছবিটি ২৫শে জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। শাহরুখ পাঠান নামে এক ‘র’ এজেন্টের চরিত্রে আছেন। ছবিটি শুধু মাত্র হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে তাই নয়, তেলেগু, তামিল ভাষাতেও মুক্তি পাবে।
তবে গত সোমবার নাগাদ ‘পাঠান’ ছবির প্রথম গান প্রকাশ্যে এসেছে, ‘বেশরম রং’। নায়ক নায়িকার কেমিস্ট্রিতে মুগ্ধ সকল ভক্তরা। কিন্তু তাতে আর কি হবে? এই গান নিয়েই অসম্ভব চটে আছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি জানিয়েছেন এই ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে।
এছাড়াও গেরুয়া রং এর ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর টুইটে দাবি, এই গানে যেসমস্ত পোশাক-আশাক ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, এই গানটির শ্যুট করা হয়েছে নোংরা মানসিকতা দিয়ে, যেটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি হুমকি দিয়েছেন, এই ছবির দৃশ্যগুলির যদি পরিবর্তন না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে এই ছবি বয়কট করা হবে।
আবার অন্যদিকে একই ইস্যুতে ‘পাঠান’ ছবি নিষিদ্ধ করার দাবি করেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ।
previous post
next post