28 C
Kolkata
April 5, 2025
রাজ্য

দিঘার বাজারে দেখা মিলল বিশালাকার চিরুনি ফল মাছ

দিঘা, ১৪ নভেম্বর: দিঘার মোহনা বাজারে দেখা মিলল বিশালাকার এক মাছের। বিরল প্রজাতির এই মাছটির নাম চিরুনি ফাল। তার ওজন ৫০০ থেকে ৫৫০ কেজি পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে। মূল্য কয়েক লক্ষ টাকা। মাছটি ওড়িশার পারাদ্বীপ বন্দরের কাছে জেলেদের জালে ধরা পড়ে।
এদিন দীঘার বাজারে খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা মাছটিকে দেখবার জন্য বাজারে ভিড় জমায়। অনেকেই মাছটির ছবি মোবাইলের ক্যামেরাবন্দি করে। এ সম্পর্কে মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছটি অত্যন্ত বিরল প্রজাতির। মাছটির পাখনা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ।

Related posts

Leave a Comment