নতুন দিল্লি, ২৬ জুলাই: দিল্লিতে বৈঠকের রেশ কাটতে না কাটতেই ২৪ ঘন্টার মধ্যে পুনরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাক পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তড়িঘড়ি রওনা দিয়ে মঙ্গলবার রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ অমিত শাহের বাসভবনে পৌঁছলেন রাজ্যের দুই হেভিওয়েট বিজেপি নেতা। দিল্লির বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার রাতেই আবার কেন গোপন বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। তবে রাজনৈতিক মহলের ধারণা আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচনের আগাম রূপরেখা তৈরী করতেই এই জরুরি বৈঠক।
previous post