18 C
Kolkata
December 24, 2024
দেশ

দিল্লি বিমানবন্দরে একটি উড়োফোনে বোমাতঙ্ক

নতুন দিল্লি, ১৮ আগস্ট: শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের উড়োফোন। পুনেগামী ভিস্তারার একটি বিমানে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, আজ সকাল ৭টা নাগাদ বিমানটি ছাড়ার মুহূর্তে এই উড়ো ফোনটি আসে। বলা হয়, ওই বিমানে বোমা রাখা আছে। সেসময় উড়ানের চূড়ান্ত প্রস্তুতি চলছে। যাত্রীরা সিটবেল্টও পরে নিয়েছেন। কিন্তু, বোমার খবর চাউর হতেই বিমানে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে। আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রী-সহ ক্রু মেম্বাররা। সঙ্গে সঙ্গে যাত্রীদের বিমান থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়। বিমানে শুরু হয় জোরদার তল্লাশি।

তবে এখনও কোনও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে। কে বা করা এই উড়ো ফোন করলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া অবধি ইউকে৯৭১ বিমানটি এখনই পুনের উদ্দেশ্যে রওনা হচ্ছে না। সব ঠিকঠাক থাকলে তবেই উড়ানটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। সেজন্য কিছু সময় দেরি হতে পারে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment