নতুন দিল্লি: দিল্লি ও মুম্বইয়ের অফিসে এসে কর্মীদের কাজ করা বন্ধ করে দিল ট্যুইটার। আপাতত তাঁদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে এলন মাস্কের এই মাইক্রোব্লগিং সংস্থা। এই দুই শহরের অফিস দুটির ঝাঁপ গোটানোর এটি প্রাথমিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে ট্যুইটারের বেঙ্গালুরুর অফিসটি যথারীতি খোলা থাকছে।
সূত্রের খবর, ভারতে উপযুক্ত মুনাফা না মেলায় বাড়তি খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক জায়েন্ট সংস্থা। যতদিন না উপযুক্ত লাভের মুখ দেখছে, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানা গিয়েছে। ফলে ভারতের এই দুই গুরুত্বপূর্ণ শহরে চরম অনিশ্চয়তার মুখে পড়ল কর্মীদের ভবিষ্যৎ।