নতুন দিল্লি: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ বিবিসি-র ভারতীয় দপ্তরে হানা দিল ভারতের আয়কর দপ্তর। এই নিয়ে শোরগোল শুরু হয়েছে গোটা দেশজুড়ে। আয়কর দপ্তর এই আন্তর্জাতিক সংস্থার আয়ব্যয়ের হিসেবে খতিয়ে দেখছে। আয়কর দফতরের আধিকারিকরা নয়াদিল্লি এবং মুম্বইতে তাদের অফিসে নথিপত্র, হিসাব খতিয়ে দেখছে। এব্যাপারে গোটা বিষয়টি নজরে রাখছে ব্রিটিশ সরকার। বিবিসি নিউজও জানিয়েছে, তারা আয়কর বিভাগের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে।
প্রসঙ্গত সম্প্রতি বিবিসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর একটি তথ্যচিত্র প্রকাশ করে। ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ শীর্ষক সেই তথ্যচিত্র ঘিরে একাধিক বিতর্কের সৃষ্টি হয়।
গত ২১ জানুয়ারি এই ডকুমেন্টারির লিঙ্ক শেয়ার করা হয়। তখন কেন্দ্র সরকার একাধিক ইউটিউব ভিডিয়ো এবং টুইট ব্লক করার নির্দেশ জারি করে কেন্দ্র সরকার। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘আয়কর দফতর নিয়মিত রুটিন জরিপ পরিচালনা করে। জরিপ সম্পন্ন হলেই তারা তথ্য প্রকাশ করে। আইটি-র এই পর্যালোচনা সম্পন্ন হলেই, তখন আমরা আপনাদের সেই বিষয়ে সমস্ত তথ্য বিস্তারিতভাবে দিয়ে দেব।’
previous post