নতুন দিল্লি: দিল্লিতে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন। সেসময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী দিল্লি জুড়ে। ৮ সেপ্টেম্বর থেকে তিনদিন বন্ধ থাকবে অনলাইন ডেলিভারি পরিষেবা।
জানা গিয়েছে, বিশ্বের তাবড় নেতারা যোগ দেবেন জি-২০ সম্মেলনে। সেজন্য সম্মেলনে নিরাপত্তা নিশ্চিদ্র করতেই একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিস। এই সময়ে দিল্লিতে অনলাইন ডেলিভারি অ্যাপগুলির পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
তবে ওষুধ সহ জরুরি পরিষেবা যথারীতি চালু থাকবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই সময়ে দিল্লিতে কোনও লক ডাউন থাকছে না। কেবল ডেলিভারি অ্যাপগুলির পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
previous post