April 16, 2025
রাজ্য

দিল্লিতে শুরু হল অনুব্রতর জিজ্ঞাবাসাবাদ

নতুন দিল্লি: মঙ্গলবার গভীররাতে দিল্লিতে পৌঁছনোর পরই তাঁকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর কালক্ষেপ না করেই বুধবার সকালে অনুব্রতকে জেরা করা শুরু করেন ইডি আধিকারিকরা। তারপর আধা ঘন্টা বিশ্রাম। এই বিশ্রাম পর্বেই অনুব্রত মন্ডলের স্বাস্থ্য পরীক্ষার মতো গুরুতর বিষয়টি সেরে ফেললেন আধিকারিকরা।

সূত্রের খবর, বুধবার বিকেলে অনুব্রতর আইনজীবী দেখা করতে যান অনুব্রতর সঙ্গে। কোর্টের নির্দেশ মতো তাঁর আইনজীবী প্রতিদিন একবার করে দেখা করতে পারবেন। এমনকি জেরা করার সময় উপস্থিত থাকতে পারবেন। উপস্থিত থাকতে পারবেন ইডির আইনজীবীও।

বুধবার দিল্লিতে হোলির ছুটি। শুনসান ইডি-র সদর দফতর। অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য ইডি দফতরে পৌঁছন এই মামলার তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার এবং তাঁর দুই সহযোগী। তাঁর জিজ্ঞাবাসাবাদ করার জন্য আনা হয়েছে দুইজন বাঙালি আধিকারিক। কারণ, অনুব্রত দাবি করেছেন, তিনি হিন্দি জানেন না, বোঝেনও না। সব মিলিয়ে কি এবার চরম বিপাকে পড়লেন খাঁচায় বন্দী বীরভূমের বাঘের মাসি!

Related posts

Leave a Comment