নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি: ৩ বছরের এক শিশু কন্যাকে অপহরণ ও গণধর্ষণ। অবশেষে খোঁজ পেয়ে একটি জঙ্গল থেকে ওই শিশুটিকে উদ্ধার করে তার মা। ঘটনাটি ঘটেছে দিল্লির ফতেহপুর বেরি এলাকায়। প্রাথমিক অনুমান, শিশুটিকে ভুলিয়ে ভালিয়ে তুলে নিয়ে যায় ধর্ষকরা। এরপর একটি জঙ্গলের মধ্যে তাকে ধর্ষণ করে রেখে পালায়।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির সামনেই খেলা করছিল। হঠাৎ তার মায়ের চোখের আড়াল হতেই নিখোঁজ হয়ে যায় একরত্তির মেয়েটি। প্রথমে ভেবেছিল আশেপাশে কোথাও অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছে সে। বেশ কিছুক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার মা।
এদিকে প্রতিবেশী এক মহিলা ওই শিশুটিকে একটি জঙ্গলের কাছে দেখতে পান। তার সঙ্গে আরও দুই যুবককে দেখতে পান তিনি। ওই মহিলা শিশুটির মাকে খবর দিতেই ছুটে যায় সেখানে। রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখে তাকে। তখনই শিশুটিকে নিয়ে থানায় চলে যান। সেখানে অভিযোগ দায়ের করেন তিনি। আক্রান্ত শিশুটিকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়েছে। সেখানে এখন চিকিৎসাধীন আছে সে। তবে শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
এদিকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করার পর ওই দুই যুবককে আটক করে পুলিশ। তদন্তে জানতে পারে, ধর্ষণকারী দুই যুবক আসলে শিশুটির প্রতিবেশী। তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, খেলার সময় বাড়ির সামনে থেকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় শিশুটিকে। সেখানে মদ্যপ অবস্থায় ধর্ষণ করে তাকে। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে।
previous post