32 C
Kolkata
May 1, 2025
দেশ

দিল্লিতে মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির বাড়িতে হামলা

নতুন দিল্লি: হায়দরাবাদের সাংসদ ও মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাড়িতে হামলা। কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাঁর বাড়িতে ইট ও পাথর ছোঁড়ে বলে অভিযোগ। গতকাল সন্ধ্যায় এই হামলার ঘটনায় আসাদউদ্দিন ওয়াইসির বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

তবে দুষ্কৃতীদের হামলার সময় বাড়িতে ছিলেন না মিম নেতা ওয়াইসি। তিনি জয়পুর থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ির পরিচারিকার মুখে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। আসাদুদ্দিন ট্যুইট করে বিষয়টি জানিয়েছেন। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন ওয়াইসি। এদিকে অভিযোগ পেয়ে তাঁর বাড়িতে আসে দিল্লি পুলিশের একটি তদন্তকারী দল। তাঁরা বাড়ির ক্ষতিগ্রস্ত অংশের নমুনা সংগ্রহ করেন।

প্রসঙ্গত এর আগেও একাধিকবার ওয়াইসির বাড়িতে দুষ্কৃতীরা হামলা করে। প্রথম হামলা হয় ২০১৪ সালে। এপর্যন্ত চারবার তাঁর বাড়িতে হামলা হয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment