নতুন দিল্লি, ২১ এপ্রিল: আজ, শুক্রবার দিল্লির আদালত চত্বরে গোলাগুলির ঘটনা ঘটল। গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা। তিনি আদালতে একটি মামলার শুনানির জন্য গিয়েছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, আততায়ীরা এদিন দিল্লির সাকেত জেলার আদালত চত্বরে আইনজীবির ছদ্মবেশে প্রবেশ করে। এরপর ওই মহিলাকে টার্গেট করে পরপর চার রাউন্ড গুলি চালায়। ঘটনায় গুরুতরভাবে জখম ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
প্রসঙ্গত এর আগেও দিল্লির রোহিণী আদালতে আইনজীবীর ছদ্মবেশ ধারণ করে তান্ডব চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। আদালত চত্বরেই বিবাদমান দুই দলের মধ্যে চলে গুলি বিনিময়।
previous post