নতুন দিল্লি: বর্ষবরণের রাতে দিল্লিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত অঞ্জলি সিং-এর পাশে দাঁড়ালেন শাহরুখ খান। কিং খানের বাবার নামে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন অঞ্জলির পরিবারের হাতে মোটা টাকা আর্থিক সাহায্য তুলে দিল। যদিও টাকার পরিমাণ কত সে বিষয়ে কিছু প্রকাশ্যে আনা হয়নি।
এই সংস্থা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘শাহরুখ খানের মীর ফাউন্ডেশনের তরফ থেকে অঞ্জলি সিংয়ের পরিবারের বড় অঙ্কের অনুদান দেওয়া হয়েছে। কারণ, অঞ্জলি পরিবারের একমাত্র চাকুরীজীবী সদস্য ছিলেন। একা হাতে নিজের মা-ভাইবোনের দেখভাল করা ওই তরুণীর পাশে দাঁড়িয়েছেন শাহরুখ’। অর্থ সাহায্যের পাশাপাশি অঞ্জলির মায়ের চিকিৎসার ব্যয়ভারও বহনের আশ্বাস দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’। এদিকে দিল্লির সরকারও তাঁর পরিবারকে দশ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছে।
অঞ্জলির উপার্জনের ওপর নির্ভরশীল ছিল গোটা পরিবার। পরিবারে রয়েছেন তাঁর অসুস্থ মা। এছাড়া ভাইবোনদের পড়াশোনার খরচও নির্ভর করত তাঁর রোজগারের ওপর। এরকমই একটি পারিবারিক পরিস্থিতিতে অঞ্জলীর মৃত্যুতে অথৈ জলে পড়ে গোটা পরিবার। সেই কঠিন মুহূর্তে শাহরুখ খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ হাত বাড়িয়ে দেওয়ায় দুহাত তুলে আশীর্বাদ করেছেন তাঁর ভক্তরা।
উল্লেখ্য, নারীর ক্ষমতায়ণ নিয়ে কাজ করার জন্য ২০১৩ সালে বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতিতে গড়েছিলেন মীর ফাউন্ডেশন। মূলত অ্যাসিড আক্রান্ত তরুণীদের সমাজের মূলস্রোতে ফেরাতে গড়া হয়েছে এই ফাউন্ডেশন।
previous post