নতুন দিল্লি: আত্মঘাতী হলেন এক কর্তব্যরত সিআরপিএফ জওয়ান। মৃতের নাম রাজবীর কুমার। তাঁর বয়স ৫৩ বছর। গতকাল বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির তুঘলক রোডে।
জানা গিয়েছে, এই রোডে অবস্থিত ভারতের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের সরকারি নিবাসে ওই সিআরপিএফ জওয়ান নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এদিন আচমকাই নিজের একে-৪৭ বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হন ওই নিরাপত্তা রক্ষী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা এখনও জানা যায়নি।
তবে পারিবারিক কোনও কারণে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ, কিছুদিন আগেই তিনি বাড়িতে ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরেছেন। অনুমান করা হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটেছে, যা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই রক্ষী। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে।
previous post