বিশেষ সংবাদদাতা, ডায়মন্ডহারবার: দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মিঠুন সরদার। বাড়ি উস্তি থানার সাতঘরা এলাকায়। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কুলেশ্বরে মিঠুন তাঁর দিদির কাছে ভাইফোঁটা নিতে আসে।
এরপর ভাইফোঁটা পর্ব মিটে যাওয়ার পর দিদির সঙ্গে গল্প করে আরও পাঁচটা ভাইয়ের খাওয়া-দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আনন্দ উল্লাসে কাটছিল। এরপর ঘটে ছন্দপতন। দিদির ভাসুরের ছেলের সাথে হঠাৎ করে জমি নিয়ে বিবাদ শুরু হয়। সেই সময় হঠাৎ অভিযুক্ত পরেশ মন্ডল তার বন্দুক বার করে গুলি চালায়। দিদিকে বাঁচাতে যাই ভাই মিঠুন। সেই সময় পরপর দুটি গুলি মিঠুনের বুকে এসে লাগে। জখম অবস্থায় মিঠুনকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে আসা হয়। বেশ কয়েক ঘন্টা চিকিৎসার পর ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় মিঠুনের।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
previous post