সংবাদ কলকাতা: নতুন করে দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বাগদান পর্ব সারলেন প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে। দার্জিলিংয়ের একটি চার্চের সামনে আংটি বদল করলেন তাঁরা। সেই বাগদানের সাক্ষী ছিলেন রূপাঞ্জনার শিশুপুত্র রিয়ান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন রূপাঞ্জনা। লেখেন, সত্যিকারের ভালোবাসা কখনও সমাপ্তি হয় না। তবে একসঙ্গে নতুন সফরের তো শুরু আছে। আংটি বদল হয়েছে। এনগেজড!’
জানা গিয়েছে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র শ্যুটিংয়ে দার্জিলিংয়ে আসেন রূপাঞ্জনা। সেখানে সেই শ্যুটিংয়ের ফাঁকে চুপি চুপি এই আংটি বদল সেরে নেন।
রূপাঞ্জনার দীর্ঘদিনের প্রেমিক রাতুল একাধারে অভিনেতা ও পরিচালক। তিনি রূপাঞ্জনার থেকে বয়সে ছয় বছরের ছোট। ২০১৭ সালে রূপাঞ্জনা তাঁর ছেলেকে নিয়ে আলাদা থাকার সময় রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যে দুজনের ছবিও শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা গুঞ্জন।
প্রসঙ্গত ২০০৭ সালে রেজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা। এরপর তাঁর কোল আলো করে আসে পুত্র সন্তান। কিন্তু, স্বামীর সঙ্গে তাঁর মোটেই বনিবনা হচ্ছিল না। এরপর তাঁরা দুজনে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে ডিভোর্স হয় তাঁদের। এর মধ্যেই রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান কানাঘুষো চলতে থাকে। অবশেষে দুজনের সেই অসম বয়সী সম্পর্ককে প্রকাশ্যে আনেন।
এক সময় অভিনেত্রী বলেন, ‘আমি মিষ্টি সম্পর্কে রয়েছি। এই সম্পর্ক আমার কাছে খুবই বিশেষ। রাতুল এবং আমার বয়সের ফারাক রয়েছে ঠিকই। তবে ও বয়স অনুপাতে ম্যাচিওর। এই সম্পর্ক পূর্ণতা পাক সেটা আমিও চাই। বিয়ে করতেও আপত্তি নেই আমার।’
previous post