28 C
Kolkata
April 4, 2025
Featured

দার্জিলিংয়ের টয় ট্রেনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন্ত্রমুগ্ধ করে। এছাড়া আরও যে জিনিস পর্যটকদের আকর্ষণ করে তা হল দার্জিলিংয়ের টয় ট্রেন। বাংলা তথা ভারতের গর্ব এই ডিএইচআর-কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো। দার্জিলিংয়ে যাবেন অথচ টয় ট্রেনে চড়বেন না, তা কী করে হয়? উত্তরবঙ্গে টয় ট্রেন পরিষেবা প্রদান করে থাকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। “কু ঝিক ঝিক” শব্দ করতে করতে পাহাড়ের বুক চিরে এগিয়ে যায় প্রিয় ‘খেলনা’ গাড়ি।

পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে অপরূপ ছন্দে ছুটে যায় সে। জানালার পাশে বসে পাহাড়ি সৌন্দর্য দু’চোখ ভরে উপভোগ করতে পারেন পর্যটকরা। প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক দার্জিলিংয়ে যান শুধুমাত্র টয়ট্রেন চড়বার জন্য।

Related posts

Leave a Comment